• Haryana Political Crisis: ভোটের আগে ডামাডোল, বিজেপি শাসিত রাজ্যে মুখ্যমন্ত্রী বদল, ভাঙল শাসক জোট
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ১২ মার্চ ২০২৪
  • Haryana CM, Ministers Resign:

    সূত্রের খবর, দুই দলের জোট ভেঙে গিয়েছে। বিজেপি একাই ১০টি লোকসভা আসনে লড়বে। এর আগেও কৃষক আন্দোলনকে ঘিরে কয়েক বছর আগে দুই দলের জোট ভাঙার মুখে চলে আসে। এবার লোকসভা নির্বাচনের পরই হরিয়ানায় বিধানসভা নির্বাচন। তার আগে জোট ভেঙে একলা চলার বার্তা দিল বিজেপি। এই মুহূর্তে ৯০ আসনের হরিয়ানা বিধানসভায় বিজেপির বিধায়ক ৪১ জন, জেজেপি-র ১০, বিরোধী দল কংগ্রেসের ৩০ জন, নির্দল ৭ জন এবং ভারতের জাতীয় লোকদল এবং হরিয়ানা লোকহিত পার্টির একজন করে বিধায়ক রয়েছেন।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)