• বহরমপুরে পাঠানের বিপক্ষে 'ব্রেট লি', বলছেন সৌরভ
    আজকাল | ১২ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: তৃণমূল কংগ্রেসের রবিবারের জনগর্জন সভায় ছিল একের পর এক চমক। লোকসভা নির্বাচনের ৪২ প্রার্থীকে সঙ্গে নিয়ে ব়্যাম্পে হাঁটেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রচনা ব্যানার্জি, সায়নী ঘোষ, দেবাংশু ভট্টাচার্যের মতো অনেককে প্রার্থী করে রীতিমত চমকে দেন তিনি। তবে দিনের সেরা চমক ছিল ক্রিকেটার ইউসুফ পাঠানের যোগদান। তিনি যে বহরমপুর কেন্দ্র থেকে ভোটে লড়বেন, তারও ঘোষণা হয় রবিবারের ব্রিগেড থেকে। কলকাতা নাইট রাইডার্সের হয়ে দীর্ঘদিন খেলা ইউসুফ পাঠানের রাজনৈতিক ময়দানে প্রথম পরীক্ষাই অগ্নিপরীক্ষার শামিল। কারণ তাঁকে লড়তে হবে ওই কেন্দ্র থেকে গত পাঁচবারের সাংসদ নির্বাচিত হওয়া অধীর চৌধুরীর বিরুদ্ধে। ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলীও মনে করছেন, ইউসুফের লড়াই অত্যন্ত কঠিন হতে চলেছে। দাদাগিরির দশম বর্ষপূর্তি উপলক্ষে একটি বিশেষ পোস্টাল স্টাম্পের উন্মোচন হয় সোমবার। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সৌরভ ইউসুফের ভোটে দাঁড়ানো প্রসঙ্গে বলেন, "রাজনীতি তো খারাপ নয়। ভালো তো। সমাজকে পাল্টানোর সুযোগ থাকে। কীর্তি আজাদ দীর্ঘদিন ধরে রাজনীতির ময়দানে রয়েছেন। ইউসুফ কেকেআরের সূত্রে এখানে দাঁড়াবে। অধীরবাবুর বিরুদ্ধে। ইউসুফের উল্টোদিকে ব্রেট লি।" 
  • Link to this news (আজকাল)