• সিএএ লাগু হওয়ার পর দিল্লিজুড়ে কড়া নিরাপত্তা
    আজকাল | ১২ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:  সোমবারই দেশজুড়ে লাগু হয়েছে সিএএ। যেকোনও ধরণের অশান্তি এড়াতে রাজধানী দিল্লিকে মুড়ে ফেলা হয়েছে কড়া নিরাপত্তার চাদরে। রাতেও জোরদার করা হয়েছে নিরাপত্তা। জামিয়া মিলিয়া ইসলামিয়া এবং শাহিন বাগে ২০২৯-২০ সালে সিএএ নিয়ে জোরদার বিক্ষোভ হয়েছিল। ২০২৯ সালের ১১ ডিসেম্বর সংসদে এই বিল পাসের বিরুদ্ধে দেশের বিভিন্ন প্রান্তেও বিক্ষোভ হয়েছিল। ২০২০ সালে করোনাকালের আগে পর্যন্ত এই বিক্ষোভ চলেছিল। সিএএ-তে ভারতীয় নাগরিকত্ব দেওয়া হবে হিন্দু, জৈন, খ্রীষ্টান, শিখ, বৌদ্ধ এবং পারসিকদের যারা ৩১ ডিসেম্বর ২০১৪ সালের আগে ভারতে এসেছিলেন বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান থেকে। ২০২০ সালে উত্তরপূর্ব দিল্লিতে এই বিষয়ে বিক্ষোভ হয়েছিল। সেখানে ৫৩ জনের মৃত্যু এবং ৫০০ জনের বেশি মানুষ আহত হয়েছিলেন। সিএএ বিল পাস হওয়ার চার বছর বাদে একে লাগু করা হল। দিল্লিতে ৪৩ টি হটস্পট চিহ্নিত করেছে পুলিশ। চলছে জোর নজরদারি।  
  • Link to this news (আজকাল)