• প্রবীণদের অন্তরালে রেখে নবীনদের এগিয়ে দিতে চায় হাত শিবির...
    আজকাল | ১২ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:  এবারের লোকসভা নির্বাচনে অনেক কংগ্রেস প্রবীণ নেতাই হয়তো নিজেকে সরিয়ে নেবেন। সেই জায়গায় নবীনদের লড়াই করার সুযোগ করে দেবে কংগ্রেস হাইকমান্ড। অশোক গেহলট, কমল নাথ, দিগ্বিজয় সিং, হরিশ রাওয়াতরা হয়তো এবারের লোকসভা নির্বাচনে লড়বেন না। সোমবারই দ্বিতীয় দফার প্রার্থীদের তালিকা নিয়ে বৈঠক করেছে কংগ্রেস শিবির। গুজরাট, রাজস্থান, মধ্য প্রদেশ, অসম এবং উত্তরাখণ্ডের ৬২ টি আসনে প্রার্থী ঘোষণা করবে কংগ্রেস। দলের নবীনদের তালিকায় অশোক গেহলটের ছেলে বৈভবের নাম উঠে এসেছে। অন্যদিকে কমল নাথের ছেলে নকুল নাথকেও বিশেষ গুরুত্ব দিয়েছে কংগ্রেস। হরিশ রাওয়াতের ছেলে বীরেন্দ্র রাওয়াতেরও টিকিট প্রায় পাকা। সেদিক থেকে দেখতে হলে এবারের লোকসভা নির্বাচনে নতুনদের হাতে দায়িত্ব তুলে দিতে চাইছে কংগ্রেস শিবির। তবে কংগ্রেসকে এনিয়েও কটাক্ষ করেছে বিজেপি শিবির। তাঁরা জানিয়েছে, নতুন প্রার্থী হিসাবে কংগ্রেস সেই পরিবারতন্ত্রকেই তুলে নিয়ে এসেছে। ফলে বোঝাই যাচ্ছে কোন পথে চলছে হাত শিবির।  
  • Link to this news (আজকাল)