• হরিয়ানার মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন মনোহর লাল খট্টর...
    আজকাল | ১২ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: লোকসভা নির্বাচনের আগে হরিয়ানায় রাজনীতির নাটক। মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন মনোহর লাল খট্টর। তাঁর পদত্যাগের পরই গোটা ক্যাবিনেটও পদত্যাগ করেছে। শরিকদের সঙ্গে দ্বন্দ্বের কারণেই এই ইস্তফা বলেই জানা গিয়েছে। তবে কী বিজেপির সঙ্গে জেজেপি-র জোট এখানে ধাক্কা খেল ?  সূত্রের খবর, ৯০ আসনের হরিয়ানা বিধানসভায় ৪০ টি আসন বিজেপির দখলে রয়েছে। সেক্ষেত্রে বিজেপির দাবি নির্দল বিধায়কদের সহায়তায় তারা হরিয়ানায় সরকার গঠন করবে। নতুন মুখ্যমন্ত্রী পদে শপথগ্রহণ হতে পারে আজই। এবারের লোকসভা নির্বাচনে ৩৭০ টি আসনে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। সেখানে জেজেপি দুটি আসন বিজেপির কাছে চেয়েছিল। কিন্তু বিজেপি তাঁদেরকে মাত্র একটি আসন ছেড়েছে। ২০১৯ সালে বিধানসভা নির্বাচনে জেজেপি ১০ টি আসনে জয়লাভ করে। বিজেপি ৪০ টি আসন জেতার ফলে সরকার গঠন করতে সমস্যা হয়নি। তবে খট্টরের পদত্যাগের ফলে লোকসভা নির্বাচনে তাঁর প্রার্থী হওয়ার বিষয়টিও সকলের আলোচনায় উঠে এসেছে। তবে যদি খট্টরই ফের মুখ্যমন্ত্রী হন তবে সেখানে তাঁর সঙ্গে দুজন ডেপুটি জুড়ে দেওয়া যেতে পারে। যেভাবে বিজেপি মধ্য প্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়ে দুজন করে ডেপুটি মুখ্যমন্ত্রী হয়েছেন এখানেও সেই ছক কাজে লাগাতে পারে বিজেপি।  
  • Link to this news (আজকাল)