• দরখাস্ত করলেই বেআইনি অনুপ্রবেশকারী হয়ে যাবেন: মমতা
    আজকাল | ১২ মার্চ ২০২৪
  • পল্লবী ঘোষ, হাবড়া: "লোকসভা নির্বাচনের আগে যুদ্ধ যুদ্ধ খেলছে বিজেপি। বাংলায় একজনের অধিকার কেড়ে নিলে, আমি রুখে দাঁড়াব।" মঙ্গলবার হাবড়ার সভায় মোদি সরকারকে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির। দীর্ঘ টালবাহানার পর দেশজুড়ে কার্যকর করা হয়েছে সংশোধিত নাগরিকত্ব আইন। এর কয়েক ঘণ্টা পরেই মতুয়া ও মুসলিম অধ্যুষিত এলাকায় উপস্থিত মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বেলা ১২.৩০টা নাগাদ সভায় পৌঁছন মমতা। সঙ্গী মন্ত্রী ব্রাত্য বসু, সাংসদ কাকলি ঘোষ দস্তিদার, মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, বিধায়ক বিশ্বজিৎ দাস ও নারায়ণ গোস্বামী, মন্ত্রী রথীন ঘোষ ও সাংসদ মমতা বালা ঠাকুর। একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস এবং সরকারি অনুদান প্রদানের পর সরাসরি সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বা সিএএ প্রসঙ্গে কেন্দ্রকে তীব্র আক্রমণ করেন মমতা। তাঁর কথায়, "নির্বাচনের দুদিন আগে নতুন আইন কার্যকর করছে। সারা দেশের মুসলিম ভাইবোনেরা কাঁদছে। আদৌ আপনারা ভোট দিতে পারবেন কি না সন্দেহ। আপনাদের অধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত।" মুখ্যমন্ত্রীর দাবি, "এই আইন বৈধ কি না, আমার সন্দেহ। আপামর বাঙালির সঙ্গে প্রতারণা করছে কেন্দ্র। নাগরিক অধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত করছে। ২০১৯ সালে ঘোষণার পর বহু মানুষ আত্মহত্যা করেছিল। নির্বাচনের আগে আবারও নতুন খেলা শুরু করেছে।" সাধারণ মানুষকে সতর্ক করে মমতার বার্তা, "দরখাস্ত করলেই বেআইনি অনুপ্রবেশকারী হয়ে যাবেন। আপনাদের আর কোনও অধিকার থাকবে না। মনে রাখবেন, এটা এনআরসির সঙ্গে সংযুক্ত। আমাদের ঐতিহ্য, সংস্কৃতিকে ধ্বংস করতে চায় বিজেপি। আপনাদের অধিকার কেড়ে নিয়ে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেবে। আমি বাংলায় ডিটেনশন ক্যাম্প করতে দেব না।"লক্ষাধিক মানুষের জমায়েতে দাঁড়িয়ে মমতার বার্তা, " কাউকে উদ্বাস্তু হতে দেব না। অনেক লড়াই করে ওপার বাংলা থেকে যাঁরা এসেছেন, তাঁদের ভিটেমাটি ছাড়া করতে দেব না। লাঞ্ছিত হতে দেব না। দরকার হলে আমি নিজের জীবন দিতে তৈরি।"
  • Link to this news (আজকাল)