• ক্যা নিয়ে কী বলবেন হাবড়ায়' নজর মমতার বক্তব্যে
    আজকাল | ১২ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: সোমবার দেশজুড়ে ক্যা কার্যকর হওয়ার কিছুক্ষণ আগেই সাংবাদিক বৈঠক করে ক্ষোভ প্রকাশ করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মঙ্গলবার হাবড়ায় জনসভা তাঁর। বেলা ১২টা নাগাদ ডুমুরজোলা হেলিপ্যাড গ্রাউন্ড থেকে তিনি হাবড়ার উদ্দেশে রওনা দেন। সভার আগে তিনি জানালেন ক্যা নিয়ে যা বলার,তিনি বলবেন হাবড়ার সভায় গিয়েই। উল্লেখ্য, সোমবারই ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। বলেন, ‘চার বছর ধরে এই সিএএ আইন চালু হবে করে করেও করা হয়নি। ঠিক নির্বাচনের আগেই এই আইন চালু মানে এটা রাজনৈতিক সিদ্ধান্ত। আইনটা আমি আগে দেখব তারপর আমি পরবর্তী সিদ্ধান্ত নেব’। মুখ্যমন্ত্রীর সাফ বক্তব্য, ভোটের আগে এটা বিজেপির রাজনৈতিক চাল।সোমবার তিনি আরও বলেন, ‘আমি আগে আইনটা দেখব। যদি দেখি কোনো শ্রেণীর মানুষের ওপর বৈষম্য করা হচ্ছে সেটার কড়া বিরোধিতা করব। কোনো বৈষম্য মানব না’। সকলকে শান্ত থাকার বার্তাও দিয়েছেন মমতা। বলেছেন, "আধার কার্ড বাতিল করার চেষ্টা করেছিল। আমরা তার প্রতিবাদ করেছিলাম। এবারেও যদি সেরকম কিছু ঘটে আমরা আবারও প্রতিবাদ করব। সকলে নিশ্চিন্ত থাকুন।"
  • Link to this news (আজকাল)