• শহরের তাপমাত্রা ছাড়াল ৩২ ডিগ্রি, বুধ থেকে রবি বৃষ্টি
    আজকাল | ১২ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: চৈত্রের শুরু। স্বাভাবিক ভাবেই এবার দাপট দেখাবে গরম। হাওয়া অফিস আগেই জানিয়েছিল, বৃহস্পতিবার থেকেই তাপমাত্রা পৌঁছবে ৩৪-এ। তবে সপ্তাহের শুরুর দিনেই, একেবারে কাছে পৌঁছে গেল তাপমাত্রা। এক রাতেই কলকাতার তাপমাত্রা বেড়েছে ৬ ডিগ্রি। সর্বোচ্চ তাপমাত্রা ছাড়িয়েছে ৩২ ডিগ্রি। সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.২ ডিগ্রি। আগামী দু তিনদিন বাড়বে তাপমাত্রা। তাপমাত্রার সঙ্গে সঙ্গেই বাড়বে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ। তবে সপ্তাহের শুরুতে তাপমাত্রা বাড়লেও, বুধবার থেকে বৃষ্টির সম্ভাবনা জেলায় জেলায়। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা বুধ থেকে রবিবার। বৃহস্পতি থেকে শনি, অধিক বৃষ্টির সম্ভাবনা, সঙ্গে ঝোড়ো হাওয়া বইবে বলে জানানো হয়েছে। সপ্তাহের শেষে, অর্থাৎ শনি রবিবার পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতে।
  • Link to this news (আজকাল)