• ইন্টারলকিংয়ের কাজ, সপ্তাহান্তে শিয়ালদা শাখায় বাতিল ১৪৩টি ট্রেন...
    আজকাল | ১২ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: সপ্তাহান্তে শিয়ালদা শাখায় বন্ধ থাকবে ১৪৩টি ট্রেন। জানা গিয়েছে, দমদমে চালু হবে ইলেকট্রনিক ইন্টারলকিংয়ের কাজ। যে কারণে শুক্রবার থেকে সোমবার ভোর চারটে পর্যন্ত শিয়ালদা শাখায় বাতিল থাকবে একাধিক ট্রেন। জানানো হয়েছে, এই কাজের জন্য বর্তমানে অসুবিধার মুখে পড়তে হলেও আগামীদিনে যাত্রী নিরাপত্তা ও সিগনাল ব্যবস্থা উন্নত হবে। কাজ চলবে টানা ৫২ ঘণ্টা। বেশ কিছু ট্রেনের যাত্রাপথও কমিয়ে আনা হয়েছে। বারাসাত, বনগাঁ শাখার ট্রেন চালানো হবে দমদম ক্যান্টনমেন্ট পর্যন্ত। অন্যদিকে, বাতিল করা হয়েছে ব্যারাকপুর এবং নৈহাটি লোকালও। যাত্রীদের যাতে অতিরিক্ত অসুবিধার মুখে পড়তে না হয় সে কারণে বেশি করে বাস চালানোর আবেদন জানিয়েছে পূর্ব রেল। সিগনালিংয়ের পাশাপাশি চলছে প্ল্যাটফর্ম সম্প্রসারণের কাজও। যা শেষ হলে শুধুমাত্র ১২ বগির ট্রেনই চলবে শিয়ালদা শাখায়। জানা গিয়েছে, মে মাসের মধ্যে সিগন্যাল ও প্লাটফর্ম সম্প্রসারণের কাজ শেষ হয়ে যাবে।
  • Link to this news (আজকাল)