• 'দলে আমি আনওয়ান্টেড', অর্জুনের দপ্তর থেকে সরল মমতা-অভিষেকের ছবি...
    আজকাল | ১২ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:রবিবার তৃণমূলের প্রার্থী তালিকায় নিজের নাম দেখতে না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন অর্জুন সিং। সঙ্গেই জল্পনা শুরু হয়েছিল, তবে কি এবার ফের ঘাসফুল শিবির ছেড়ে পদ্ম শিবিরে যাচ্ছেন অর্জুন? মঙ্গলবার সকালে যেন আরও কিছুটা বাড়ল এই জল্পনা। মঙ্গলবার অর্জুন সিং-এর দপ্তর থেকে সরানো হল মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির ছবি। একই সঙ্গে সংবাদ মাধ্যমে নিজের মতামত জানাতে গিয়ে অর্জুন সাফ বললেন, তৃণমূল কংগ্রেসে তিনি অবাঞ্ছিত। সঙ্গেই তিনি বলেন, এই সমগ্র বিষয়টি পরিকল্পিত, পরিকল্পনা করেই তাঁকে সরানো হয়েছে। দু" দিন ধরে পরিস্থিতি সামলেছেন তিনি। প্রশ্ন করা হয়, তাহলে কি তিনি বিজেপিতে যাচ্ছেন? হ্যাঁ বা না তে সাফ কোনও উত্তর না দিলেও, অর্জুন সিং বলেন, "এই মুহূর্তে সিদ্ধান্তের কথা বলতে পারব না। নিলে জনাব নিশ্চিত ভাবে। তবে এখানে আর আমার প্রয়োজন নেই মনে হয়েছে। যেভাবে আমাকে ছুঁড়ে ফেলা হল, আমার প্রয়োজনীয়তা কমে গেছে।" যে আসনে তিনি লড়াই করতে চেয়েছিলেন, সেই আসনে তৃণমূলের হয়ে লড়াই করবেন পার্থ ভৌমিক। সংবাদ মাধ্যম এদিন অর্জুন সিং কে প্রশ্ন করে, তাহলে কি এবার দেখা যাবে অর্জুন বনাম পার্থ লড়াই। উত্তরে তিনি সাফ জানান, "তাই তো হওয়া উচিত।" রবিবারের প্রার্থী তালিকা প্রকাশ এবং অর্জুনের ক্ষোভ প্রকাশের পর তাঁর কথা কথা বলেন ফিরহাদ হাকিম। সে প্রসঙ্গেও এদিন মুখ খোলেন অর্জুন। বলেন, আবার একটা ললিপপ দেওয়ার চেষ্টা করা হয়েছিল। রাজনীতিতে তাঁর থেকে তাঁর ছেলে যে অনেক বেশি দূরদর্শী সেকথাও আজ স্বীকার করেন তিনি।
  • Link to this news (আজকাল)