• চলতি সপ্তাহেই ৩৪ ডিগ্রিতে পৌঁছবে তাপমাত্রা, ফের বৃষ্টির পূর্বাভাস ...
    আজকাল | ১২ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: ভরা বসন্তে মনোরম আবহাওয়া বাংলা জুড়ে। তবে চলতি সপ্তাহের মাঝামাঝি সময় থেকেই ফের আবহাওয়ার পরিবর্তন। একদিকে একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে, অন্যদিকে তাপমাত্রার পারদ চড়বে গোটা রাজ্যে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ৩১.৭ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার থেকে কলকাতা সহ একাধিক জেলায় তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছবে। গরমের দাপট বাড়লেও বুধবার থেকে জেলায় জেলায় আবারও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বুধবার উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, মালদহ, দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃহস্পতিবার থেকে শুক্রবারের মধ্যে মেঘলা আকাশ এবং বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গেও। বিশেষত পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি।
  • Link to this news (আজকাল)