জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সদ্য়ই বিসিসিআই (BCCI) সিনিয়র পুরুষ দলের বার্ষিক (২০২৩-২৪) প্লেয়ার রিটেইনারশিপের (BCCI Central Contracts) তালিকা ঘোষণা করেছে। ৩০ জন ক্রিকেটারকে চারটি গ্রেডে ভাগ করা হয়েছে। তবে সেই তালিকা থেকে বাদ পড়েন দুই তরুণ-ঈশান কিশান ও শ্রেয়স আইয়ার (Ishan Kishan and Shreyas Iyer)। বলা ভালো নিজেরাই গিলোটিনে গলা দিয়েছেন। বোর্ডের সাফ নির্দেশিকা না মানার 'অবাধ্যতায় বার্ষিক চুক্তি থেকে বাদ গিয়েছেন তাঁরা। বোর্ডের নির্দেশ সত্ত্বেও রঞ্জি ট্রফিতে অংশ নেননি ঈশান কিশান। অন্যদিকে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি জানিয়েছিল যে, শ্রেয়স আইয়ারের চোটই নেই। তবুও শ্রেয়স মুম্বইয়ের হয়ে খেলেননি। তবে শ্রেয়স খেলছেন চলতি রঞ্জি ফাইনাল (Ranji Trophy Final)। ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে ঐতিহ্যবাহী টুর্নামেন্টে রঞ্জি। আর অবশেষে লাল বলের ক্রিকেটে তিনি রানে ফিরলেন।মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে চলছে রঞ্জি ফাইনাল। মুখোমুখি হয়েছে মুম্বই ও বিদর্ভ। তৃতীয় দিনের খেলা দেখতে মাঠে হাজির হয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। মুম্বই প্রথম ইনিংসে ২২৪ রান করেছে। জবাবে বিদর্ভ মাত্র ১০৫ রানে গুটিয়ে যায়। দ্বিতীয় ইনিংসে মুম্বই ৭ উইকেটে ৩৭৩ রান করেছে। ৪৯২ রানে পিছিয়ে বিদর্ভ। প্রথম ইনিংসে শ্রেয়সকে ফিরতে হয়েছিল মাত্র সাত রানে। তবে দ্বিতীয় ইনিংসে তিনি পেয়েছেন রানের দেখা। ১১১ বলে ৯৫ রানের ঝকঝকে ইনিংস খেলেন তিনি। ১০টি চার ও ৩টি ছক্কা হাঁকিয়েছেন শ্রেয়স। ৮৫.৫৮-এর স্ট্রাইক রেটে ব্য়াট করা শ্রেয়স 'হারা-কিরি'-তে উইকেটটি ছুড়ে দেন। সেঞ্চুরি মাঠেই রেখে আসেন শ্রেয়স। কলকাতা নাইট রাইডার্সের ক্য়াপ্টেন, লাল বলের ফরম্য়াটে, দেশের জার্সিতে, ভারতের মাটিতে বিগত ১২ মাসে ফিফটির দেখাও পাননি। গত মাসে ইংল্য়ান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট খেলার পরেই তিনি বাদ পড়েন দল থেকে। শ্রেয়স এদিন ফিফটি করার পরেই রোহিতের দিকে লক্ষ্য় করে বুড়ো আঙুল তুলে ধরে দেখান। বুঝিয়ে দেন যে, তিনি পেরেছেন। সেই ভিডিয়ো ভাইরালও হয়ে যায়।ধরমশলা টেস্টের পর জাতীয় দলের কোচ রাহুল দ্রাবিড় কথা বলেছিলেন শ্রেয়স-ঈশানদের নিয়ে। তিনি বলেন, 'দেখুন তারাও দলের ভাবনায় আছে। যারাই ক্রিকেট খেলছে ও ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করছে, তারাই ভাবনায় আছে। চুক্তির সিদ্ধান্ত তো আমি নিই না। এটা বোর্ড এবং নির্বাচকরা ঠিক করেন। আমি জানিও না এর মাপকাঠি কী! মানুষ যখন স্কোয়াডের ১৫ সদস্য় নিয়ে কথা বলে, তখন আমি আর রোহিত মিলে প্রথম একাদশ ভাবি। আমরা কখনই এটা নিয়ে আলোচনা করি না যে, কে চুক্তিবদ্ধ আর কে চুক্তিবদ্ধ নয়! এরকম অনেক উদাহরণ আছে যে, একাধিক ফরম্য়াটে খেলোয়াড়রা খেলছে, যারা চুক্তিবদ্ধ নয়। আমি অনেক সময়ে জানিও না যে, বোর্ডের চুক্তিবদ্ধ ক্রিকেটারদের তালিকায় কে কে আছে। সকলেই খেলবে। তাদের ফিট থাকতে হবে। নির্বাচকরা দল বেছে নেবে।' দ্রাবিড় সাফ বুঝিয়েছেন যে, সকলেই আছেন ভাবনায়। ঘুরিয়ে ফিরিয়ে পাবেন সুযোগ।