আগেভাগেই এলাকায় প্রচার শুরু করে দিয়েছিলেন সৌমিত্র। সুজাতা তৃণমূলের প্রার্থী হওয়ার পর তিনিও আর দেরি করেননি। কর্মীদের সঙ্গে নিয়ে চষে ফেলছেন বিষ্ণুপুর। তবে প্রাক্তন এই স্বামী-স্ত্রীর ভোটের লড়াই রাঢ় বঙ্গের এই তল্লাটের রাজনীতির আঙিনা যে শুরুতেই বেশ গরম করে দিয়েছে তা বলার অপেক্ষা রাখে না।