• IPL 2024: তিনি হিন্দু, মনে করিয়ে মুম্বইয়ে ফিরেই বড় কর্তব্য হার্দিকের! ধর্ম-ক্রিকেট মিলেমিশে হল একাকার
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ১৩ মার্চ ২০২৪
  • Hardik Pandya-MI:

    সেখানে হার্দিকের আইপিএলের অধিনায়ক হিসেবে পারফরম্যান্স ছাড়া বড় কিছুই নেই। গোড়ালির চোটে বিশ্রামে থাকার পর, ডিওয়াই পাতিল টুর্নামেন্টে কয়েকটা ম্যাচে খেলেছেন। কিন্ত, সেসব স্রেফ প্রদর্শনী। আর, এই সব কারণেই রোহিতের সমর্থকরা অধিনায়ক বদলানোর পরই মুম্বইকে সোশ্যাল মিডিয়ায় ফলো করা ছেড়ে দিয়েছেন। সেই হিসেবে বলা যায়, হার্দিকের পাশাপাশি তাঁর ভগবানের সামনেও এবারের আইপিএল এক বড় পরীক্ষা। মু্ম্বইয়ের ড্রেসিরুমের ভগবান ২২ গজেও হার্দিক অ্যান্ড কোং-কে কতটা সাহায্য করেন, ক’দিন পরে শুরু হতে যাওয়া আইপিএলেই তার পরীক্ষা হয়ে যাবে।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)