এসব নিয়ে বিতর্ক এড়িয়ে রয় অবশ্য বলেছেন, ‘অনেক বিবেচনার পর, আমি এবারের আইপিএল মিস করার কঠিন সিদ্ধান্ত নিয়েছি। জানুয়ারির শুরু থেকে দূরে থাকার কারণে আমাকে আমার পরিবারের কাছে ফিরে যেতে হবে। সামনের একটা খুবই ব্যস্ত বছর। একটু রিফ্রেশ করে নিতে হবে। আমি পুরো টুর্নামেন্টজুড়ে কেকেআরে আমার বন্ধুদের এবং সতীর্থদের সমর্থন করব। ওঁদের শুভকামনা জানাই।’