• Controversial CAA: সিএএ, যে ব্যাপারগুলো এড়িয়ে যাচ্ছেন অনেকেই
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ১৩ মার্চ ২০২৪
  • Parliament passed The Citizenship (Amendment) Act:

    ভারতীয় ইউনিয়ন মুসলিম লিগ (আইইউএমএল) ২০২০ সালে এই সংশোধনীকে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করেছিল। তারপর থেকে, ২০০টিরও বেশি পিটিশন সুপ্রিম কোর্টে দাখিল হয়েছে। যার সঙ্গে আইইউএমএলের আবেদনকে জুড়ে দেওয়া হয়েছে। এই সব আবেদনগুলোর মধ্যে রয়েছে রাজনীতিবিদ আসাদউদ্দিন ওয়াইসি, জয়রাম রমেশ, রমেশ চেন্নিথালা ও মহুয়া মৈত্রের আবেদন। এছাড়াও অসম প্রদেশ কংগ্রেস কমিটি, অসম গণ পরিষদ (এজিপি), ন্যাশনাল পিপলস পার্টি (অসম), মুসলিম স্টুডেন্টস ফেডারেশন (অসম), দ্রাবিড় মুনেত্রা কাজাগামের মত রাজনৈতিক সংগঠনের আবেদনও এখানে রয়েছে।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)