• নেতানিয়াহু...
    আজকাল | ১৩ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: গাজায় নিহত প্যালেস্তাইনিদের মধ্যে সন্ত্রাসবাদীর সংখ্যাই ১৩ হাজার। এমনটাই জানিয়েছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। মূলত, হামাস যোদ্ধাদের দিকে ইঙ্গিত করেই সন্ত্রাসবাদী শব্দটি ব্যবহার করেছেন নেতানিয়াহু। রবিবার এক বিদেশী সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দেওয়ার সময় নেতানিয়াহু জানান, দক্ষিণ গাজার রাফাহতে ইজরায়েলের আক্রমণ সম্প্রসারিত করাই হচ্ছে হামাসকে পরাজিত করার মূল চাবিকাঠি। জয়ের খুব কাছাকাছি চলে এসেছে ইজরায়েল। অবশিষ্ট সন্ত্রাসী ব্যাটালিয়নের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়া শুরু করলে জয় পাওয়া সপ্তাহের অপেক্ষা। অন্যদিকে,রাফাহতে অভিযান নিয়ে মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের বিরোধিতার মুখে পড়েছেন নেতানিয়াহু। টানা পাঁচ মাসেরও বেশি সময় ধরে প্যালেস্টাইন অবরুদ্ধ গাজা ভূখণ্ডে আগ্রাসন চালাচ্ছে ইজরায়েল। নিহত হয়েছেন ৩১ হাজারেরও বেশি মানুষ। নিহতদের বেশিরভাগই মহিলা ও শিশু। এছাড়া আহত হয়েছেন আরও ৭২ হাজারেরও বেশি মানুষ। গাজার স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, নিহতদের মধ্যে ৭২ শতাংশই মহিলা ও শিশু। গাজার ২৩ লক্ষ মানুষের অর্ধেকের বেশি বর্তমানে রাফাহ এলাকায় আশ্রয় নিয়েছেন।
  • Link to this news (আজকাল)