• প্যালেস্টাইনিদের জীবনে কখনও এমন রমজান আসেনি: অ্যান্টোনিও গুতেরেস...
    আজকাল | ১৩ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: পবিত্র রমজান মাসে গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানালেন রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। তিনি জানিয়েছেন, প্যালেস্তাইনবাসীর জীবনে এমন রমজান কখনও আসেনি। বহু বছর ধরে ইজরায়েলি আগ্রাসনের শিকার হলেও বর্তমানে অন্যরকম বাস্তবতার মুখোমুখি অবরুদ্ধ গাজার বাসিন্দারা। রাষ্ট্রসংঘের মহাসচিব বলেন, ‘রমজান শুরু হলেও গাজায় বোমা হামলা, রক্তপাত অব্যাহত রয়েছে। রমজানের চেতনাকে সম্মান করে যুদ্ধ থামানো হোক। রবিবার এক সাক্ষাৎকারে রাষ্ট্রসংঘের মহাসচিব বলেন, গাজায় যুদ্ধবিরতির জন্য রমজান একটা ‘ভাল সুযোগ’ হতে পারে। হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, ইজরায়েলের সঙ্গে গত ৫ মাস ধরে চলা যুদ্ধে এখনও পর্যন্ত ৩১,১১২ জন প্যালেস্তাইনি নিহত হয়েছে। গত ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছে আরও ৬৭ জন। এখনও পর্যন্ত আহত হয়েছেন ৭২ হাজার ৭৬০ জন।
  • Link to this news (আজকাল)