• আইপিএলের আগেই ফিট ঋষভ পন্থ, ঘোষণা বিসিসিআইয়ের
    আজকাল | ১৩ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: দিল্লি ক্যাপিটালসের জন্য সুখবর। আইপিএল শুরুর আগে ঋষভ পন্থকে সুস্থ ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড। এদিন বিসিসিআইয়ের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, সম্পূর্ণ ফিট ঋষভ। ১৪ মাসের রিহ্যাবের পর সুস্থ হয়ে উঠেছেন তিনি। ব্যাটিংয়ের পাশাপাশি উইকেটকিপিংয়ের জন্যও প্রস্তুত তিনি। বিসিসিআই সচিব জয় শাহ সম্প্রতি জানিয়েছিলেন, পন্থকে দ্রুত সুস্থ ঘোষণা করা হবে। আইপিএলের পরেই রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেখানেও খেলার সম্ভাবনা রয়েছে পন্থের। ২০২২ সালের ৩০ ডিসেম্বর গাড়ি দুর্ঘটনায় আহত হয়েছিলেন পন্থ। তাঁর মাথা, পিঠ এবং হাঁটুতে চোট ছিল। সেই ধাক্কা সামলে ধীরে ধীরে রিহ্যাব শুরু করেন তিনি। গতবারের আইপিএলে খেলতে না পারলেও সতীর্থদের পাশে থাকতে মাঠে আসেন তিনি। এবারে দিল্লি ক্যাপিটালস থেকে ফের অধিনায়কত্ব করতে মুখিয়ে রয়েছেন তিনি। অন্যদিকে, বাঁ পায়ের গোড়ালির চোটের কারণে আইপিএল থেকে ছিটকে গেলেন মহম্মদ শামি। চোটের কারণে ছিটকে গিয়েছেন প্রসিদ্ধ কৃষ্ণাও।
  • Link to this news (আজকাল)