• লেনিনের দাড়ি নিয়ে বিপ্লবের কটূক্তিতে ত্রিপুরায় প্রতিক্রিয়া ...
    আজকাল | ১৩ মার্চ ২০২৪
  • সমীর ধর,আগরতলা: বিপ্লব আছেন বিপ্লবেই। লেনিনের দাড়ি নিয়ে কটূক্তি করে ত্রিপুরায় নিজের নির্বাচনী প্রচার শুরু করলেন রাজ্যের এই প্রাক্তন মুখ্যমন্ত্রী। বর্তমানে তিনি রাজ্যসভার সদস্য। সামনের লোকসভা ভোটে পশ্চিম ত্রিপুরা আসনে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিককে বসিয়ে দিয়ে বিপ্লব দেবকেই দল প্রার্থী ঘোষণা করেছে। ইদানিং থাকেন দিল্লিতেই। প্রার্থী হিসেবে রাজ্যে এসেই প্রচার শুরু করে দিয়েছেন। সোমবার আগরতলার পাশে নতুননগরে এক কর্মিসভায় ভাষণ দিতে গিয়ে বিপ্লব লেনিনের দাড়িকে রামছাগলের দাড়ির সঙ্গে তুলনা করেন। তাঁর কথায়, এক সময় ত্রিপুরায় রামছাগলের দাড়ির মতো লেনিন-কাট দাড়ি রাখার চল হয়ে গিয়েছিল। অলিগলিতে সবাই এই রকম দাড়ি রেখে ঘুরত। এখন ওই লেনিন-কাট দাড়ি দেখা যায় না। ওইরকম দাড়ি রাখলে মানুষ তো তাড়া করবেই, বাড়ির বউও সহ্য করবে না। একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং সংসদের উচ্চকক্ষের সদস্যের এই বক্তব্য এখন সামাজিক মাধ্যমে ভাইরাল। অনেকেই মুখ্যমন্ত্রী থাকাকালে তাঁর মহাভারতের ইন্টারনেট, হাঁসের অক্সিজেন, সিভিল ইঞ্জিনিয়ারদেরই সিভিল সার্ভিসে আসা উচিত্, বুদ্ধদেবের হেঁটে জাপান যাওয়া ইত্যাদি সব অদ্ভুতুড়ে বক্তব্য তুলে ধরে তাঁকে "জোকার" বলে ঠাট্টা করতে ছাড়ছেন না। সিপিএমের ফেসবুক পেজ-এ বিপ্লব দেব-এর বক্তব্যের সঙ্গে ফ্রেঞ্চ কাট দাড়ি রাখা বিজেপি নেতাদের ছবি জুড়ে দেওয়া হয়েছে। এঁদের মধ্যে একজন মন্ত্রীও আছেন।  
  • Link to this news (আজকাল)