• গুজরাটের পোরবন্দর থেকে উদ্ধার ৪৮০ কোটি টাকার মাদক
    আজকাল | ১৩ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: পাকিস্তানি নৌকা থেকে উদ্ধার হল ৪৮০ কোটি টাকার মাদক। গুজরাটের পোরবন্দরের ৩৫০ কিলোমিটার দূর থেকে এই মাদক উদ্ধার করল এনসিবি, ইন্ডিয়ান কোর্স গার্ড এবং গুজরাট অ্যান্টি টেরোরিজম স্কোয়াড। নৌকা থেকে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। পাকিস্তানি নৌকাটিকে প্রথমে চ্যালেঞ্জ করা হয়। এরপর সেটি ভারতীয় জলসীমার বাইরে বেরিয়ে যেতে চেষ্টা করে। কিন্তু তৎপরতার সঙ্গে নৌকাটিকে ধরে ফেলা হয়। এরপর নৌকাটিতে তল্লাশি চালিয়ে মাদকগুলি বাজেয়াপ্ত করা হয়। প্রসঙ্গত, ২৬ ফেব্রুয়ারি তিন হাজার কেজির বেশি মাদক পোরবন্দর থেকেই বাজেয়াপ্ত করে কোস্ট গার্ড এবং এনসিবি। এরপর থেকেই সতর্ক ছিল এনসিবি। বিশেষ অভিযান চালিয়ে ফের উদ্ধার করা হল কোটি টাকার মাদক।   
  • Link to this news (আজকাল)