• হাবড়ার পর শিলিগুড়ি, ফের সিএএ নিয়ে সরব মুখ্যমন্ত্রী
    আজকাল | ১৩ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: হাবড়ার পর শিলিগুড়ির সভা থেকেও সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বা সিএএ নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তাঁর অভিযোগ, "সিএএ করা হয়েছে মানুষের অধিকার কেড়ে নিতে।" সোমবার সারা দেশে লাগু হয়েছে সিএএ। মঙ্গলবার উত্তর ২৪ পরগণার হাবড়ায় একটি প্রশাসনিক সভা থেকে মমতার অভিযোগ, দরখাস্ত করলেই বেআইনি অনুপ্রবেশকারী হয়ে যাবেন। এর কয়েক ঘণ্টা পর শিলিগুড়িতে উত্তরবঙ্গের বিভিন্ন উন্নয়নমূলক বোর্ডগুলির সঙ্গে এক বৈঠকেও সিএএ প্রসঙ্গ তুলে মমতার "২০১৯ সালে সিএএ"র বিরোধীতা করেছিলাম। এর থেকে মুসলিমদের বের করা হয়েছে। সিএএ পছন্দ করিনা।" তাঁর অভিযোগ, লোকের অধিকার ছিনিয়ে নিতেই এই আইন। সংবিধানের উদাহরণ দিয়ে মমতার অভিযোগ, সিএএ সংবিধান সম্মত নয়। এটা হল রাজনৈতিক সিএএ।
  • Link to this news (আজকাল)