• সিএএ নিয়ে ভ্রান্তি কাটাতে তৃণমূলের ‘তপশিলির সংলাপ’
    আজকাল | ১৩ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:  সোমবারই দেশজুড়ে লাগু হয়েছে সিএএ। এবার সিএএ নিয়ে তপশিলি জাতি এবং উপজাতিদের ভুল ভাঙানোর কর্মসূচি নিল তৃণমূল কংগ্রেস। ১৫ মার্চ থেকে ‘তপশিলির সংলাপ’ নামে একটি প্রচারাভিযান শুরু করতে চলেছে তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার নজরুল মঞ্চে একটি বৈঠক হয় তৃণমূলের। সেখানে ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। উপস্থিত ছিলেন রাজ্যের সমস্ত তপশিলি জাতি এবং জনজাতি শ্রেণিভুক্ত তৃণমূল নেতা ও জনপ্রতিনিধিরা। আগামী শুক্রবার থেকে রাজ্যজুড়ে তৃণমূলের দেড়শোটি বিশেষ বার্তাবাহী প্রচার গাড়িতে ছহাজারের বেশি এলাকা পরিদর্শন করবেন তৃণমূলের নেতা-নেত্রীরা। তাঁরা তপশিলি জাতি এবং জনজাতি অধ্যুষিত এলাকায় যাবেন। প্রতিটি এলাকায় ৩৫ টি হটস্পট করে সেখানে সভার আয়োজন করা হবে বলেও জানা গিয়েছে। তপশিলি মানুষের কাছে সিএএ-র কার্যকরণ ব্যাখা করা হবে। কেন্দ্রীয় নেতৃত্ব যা বোঝাতে চাইছেন, তা নিয়ে যেন কোনও ভুল ধারণা না থাকে। সেজন্যেই এই উদ্যোগ নিল তৃণমূল কংগ্রেস।   
  • Link to this news (আজকাল)