জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: যারা আধার এখনও আপডেট করেননি তাদের চিন্তা বাড়িয়ে দিতে পারে সিএএ। কারণ এই আইন সম্পর্কে অনেকেই জানেন না। তবে অনেকেই মনে করেন আধার কার্ড আপডেট করে রাখা উচিত। সেই আধার কার্ড আপডেট করার শেষ তারিখ ছিল ১৪ মার্চ। মঙ্গলবার ইউআইডিএআই ঘোষণা করেছে বিনামূল্যে আধারে তথ্য আপলোড করা শেষ তারিখ ১৪ জুন পর্যন্ত বাড়িয়ে দেওয়া হল।
ইউআইডিএআইয়ের তরফে আজ এক্স হ্যান্ডেলে লেখা হয়েছে, ১৪ জুন পর্যন্ত বিনা খরচে আধারে নথি আপলোড করা যাবে। সাধারণ মানুষের সুবিধের জন্য এই ব্য়বস্থা করা হল। এই পরিষেবা পাওয়া যাবে myAadhaar পোর্টালে। ইউআইডিএই চায় সাধারণ মানুষ তাদের আধারে নথি আপলোড করে রাখুন।আধারে ঠিকানা থেকে, আইডেনটিটির নথি ধরে ধরে আপলোড করে রাখা ভালো এমনটাই মনে করছেন অনেকে। দশ বছরের পুরনো আধার হলে তো তথ্য আপলোড করতেই হবে। ফলে গোটা বিষয়টি ফের একবার খোঁজ খবর নিয়ে নিতে হবে।আধারের জন্য যেসব নথি লাগবেপাসপোর্টপ্যানরেশন কার্ডভোটার আইডিড্রাইভিং লাইসেন্সসরকারের দেওয়া কোনও ফোটো আইডি।জবকার্ডইনকাম ট্যাক্সের অ্যাসেসমেন্ট অর্ডারকীভাবে ডক্যুমেন্ট আপলোড করা যাবে