প্রথমবার ভেঙে পড়ল দেশীয় সুপারসনিক বিমান 'তেজস'! কোনওমতে রক্ষা পাইলটের
২৪ ঘন্টা | ১৩ মার্চ ২০২৪
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মঙ্গলবার রাজস্থানের জয়সলমীরে ভারতীয় বিমান বাহিনীর একটি বিমান দুর্ঘটনার কবলে পড়ে। ভারতীয় বায়ুসেনার লাইট কমব্যাট এয়ারক্রাফ্ট (এলসিএ) তেজস একটি অপারেশনাল ট্রেনিং সর্টির সময় জয়সলমিরের কাছে ভেঙে পড়ে। যদিও এই ঘটনায় পাইলট নিরাপদে বিমান থেকে বের হয়েছেন বলেও জানা গিয়েছে।এই ঘটনার প্রতিক্রিয়া জানিয়ে ভারতীয় বায়ুসেনা একটি বিবৃতিতে বলেছে, ‘ভারতীয় বায়ুসেনার একটি তেজস বিমান আজ একটি অপারেশনাল ট্রেনিং সর্টির সময় জয়সালমিরে দুর্ঘটনার সম্মুখীন হয়। পাইলট নিরাপদে বের করে এসেছেন। দুর্ঘটনার কারণ জানতে একটি তদন্ত আদালত গঠন করা হয়েছে’।
২৩ বছর আগে প্রথম ফ্লাইটের পর এটাই তেজসকে কেন্দ্র করে প্রথম দুর্ঘটনা। লাইট কমব্যাট এয়ারক্রাফ্ট তেজস, ভারতীয় সামরিক বাহিনী দ্বারা ব্যবহৃত একটি সুপারসনিক বিমান। একটি দেশীয় প্রযুক্তিতে তৈরি।১৯৮৪ সালে ভারত সরকারের, লাইট কমব্যাট এয়ারক্রাফ্ট (এলসিএ) প্রোগ্রাম এর উন্নয়নের জন্য অ্যারোনটিক্যাল ডেভেলপমেন্ট এজেন্সি (ADA) প্রতিষ্ঠা করে। HAL (Hindustan Aeronautics Limited), ভারতের নিজস্ব এরোস্পেস কোম্পানি। তারাই LCA তেজসের নকশা ও তৈরিতে নেতৃত্ব দিয়েছিল।২০০৩ সালে, তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী একে আনুষ্ঠানিকভাবে 'তেজস' নাম দেন। সংস্কৃতে এই শব্দের মানে ‘উজ্জ্বল’। এটি এইচএএল দ্বারা তৈরি দ্বিতীয় সুপারসনিক ফাইটার জেট। প্রথমটি হল HAL HF-24 মারুত।গত মাসের শুরুর দিকে, পশ্চিমবঙ্গে প্রশিক্ষণের সময় আইএএফের একটি হক প্রশিক্ষক বিমান দুর্ঘটনার সম্মুখীন হয়। কলাইকুন্ডা এয়ার ফোর্স স্টেশনের কাছে একটি এলাকায় বিমানটি ভেঙে পড়ে। তবে কোনও প্রাণহানি বা সাধারণ মানুষের সম্পত্তির কোনও ক্ষয়ক্ষতি হয়নি। দুই পাইলটই নিরাপদে বের হয়ে আসেন।