'অভিষেকের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে', জানালেন মমতা!
২৪ ঘন্টা | ১৩ মার্চ ২০২৪
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নিশানায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা? 'অভিষেকের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে', প্রকাশ্যেই জানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
ঘটনাটি ঠিক কী? লোকসভা ভোটের আগে ফের উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী। আগামীকাল, বুধবার প্রশাসনিক বৈঠক করবেন ফুলবাড়িতে। আজ, সোমবার শিলিগুড়িতে বিভিন্ন উন্নয়নের বোর্ডে বৈঠকে যোগ দেন মমতা। বলেন, 'অভিষেক একটা ইয়ং ছেলে। ওকে তো কিছু করতে হবে। বিয়ে করেছে। দুটো বাচ্চা আছে, খাওয়াবে কি! অভিষেকের একটা ব্যবসা ছিল। ওর সব সম্পত্তি বাজেয়াপ্ত করে নিয়েছে'।মুখ্যমন্ত্রীর আরও বক্তব্য, 'আমি আগে কখনও এই কথা বলিনি। আমরা লড়াই করছি। আমাদের যা আছে, তোমরা নিয়ে নাও। কিন্তু গণতন্ত্রকে ধ্বংস করো না'। কিন্তু কে বা কারা অভিষেকের সম্পত্তি বাজেয়াপ্ত? তা খোলসা করেননি তিনি। মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনে রাজনৈতিক মহলের ধারনা, সিবিআই, ইডি-র মতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকেই নিশানা করতে চেয়েছেন তিনি।নিয়োগ দুর্নীতির মামলায় ইডি-র নজরে ‘লিপ্স অ্যান্ড বাউন্ডস'। স্রেফ গ্রেফতার নয়, সংস্থার কর্মী সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে 'কালীঘাটের কাকু'র কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করেছেন তদন্তকারীরা। একসময়ে এই ‘লিপ্স অ্যান্ড বাউন্ডসে'র ডিরক্টর পদে ছিলেন অভিষেক। ২০১৪ সালে লোকসভা ভোটে যখন প্রথমবার ডায়মন্ড হারবার থেকে প্রার্থী হন, তখন ডিরক্টর পদ ছাড়েন তিনি। তবে সিইও পদে রয়েছেন এখনও।