• হাবাস বদলে দিয়েছে দলকে, লিগ শিল্ড জিতবে মোহনবাগান: ব্যারেটো...
    আজকাল | ১৩ মার্চ ২০২৪
  • সম্পূর্ণা চক্রবর্তী: ইগর স্টিমাচের পর এবার আন্তোনিও লোপেজ হাবাসের প্রশংসায় হোসে‌ রামিরেজ ব্যারেটো। স্প্যানিশ কোচের "মিডাস টাচ"এ বাগানে বসন্ত এসেছে। পরপর ম্যাচ জিতে লিগ টেবিলের একনম্বরে চলে গিয়েছে মোহনবাগান। বছরের শেষটা হারের হ্যাটট্রিক দিয়ে করেছিলেন ফেরান্দোর বাগান। নতুন বছরে হাবাস দায়িত্ব নেওয়ার পর, এখনও অপরাজিত সবুজ মেরুন। যার সিংহভাগ কৃতিত্ব বর্ষীয়ান স্প্যানিশ কোচকে দিলেন ব্যারেটো। সবুজ তোতা মনে করেন, তাঁর ম্যান ম্যানেজমেন্ট দলকে আবার জয়ের সরণিতে ফিরিয়ে এনেছে। ব্যারেটো বলেন, "হাবাসকে কৃতিত্ব দিতেই হবে। উনি দলের ভোল বদলে দিয়েছেন। ফুটবলে ম্যান ম্যানেজমেন্ট বলে একটা কথা আছে। ওটার ওপর অনেক কিছু নির্ভর করে। হাবাসের ম্যান ম্যানেজমেন্ট স্কিল খুব ভাল। ছন্নছাড়া দলটাকে এক সূত্রে বেঁধেছেন। ওনার প্রশংসা প্রাপ্য।" আইএসএল জিতলেও কখনও লিগ শিল্ড পায়নি মোহনবাগান। এবার সুবর্ণ সুযোগ রয়েছে। ১৭ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে লিগ শীর্ষে বাগান। ক্লাবের ফুটবল ইতিহাসের অন্যতম সেরা বিদেশি মনে করেন, এবার লিগ শিল্ড জেতা উচিত মোহনবাগানের। এই প্রসঙ্গে ব্যারেটো বলেন, "মোহনবাগান যেভাবে এগোচ্ছে, ওদেরই লিগ শিল্ড জেতা উচিত। আমার মনে হয় ওরাই পাবে। দল একটা ছন্দে আছে। ওপরের দিকে উঠছে। এই পরিস্থিতিতে যেকোনও দলকেই হারানো কঠিন। মোহনবাগান একটা মোমেন্টাম পেয়ে গিয়েছে। লিগ পর্বে খুব বেশি ম্যাচ বাকি নেই। এই জায়গা থেকে এবার লিগ শিল্ড না জিতলে অবাক হব।" কলকাতায় থাকলেও ডার্বিতে মাঠে যেতে পারেননি। তবে টিভিতে দেখেছেন। প্রথমার্ধ দেখে উচ্ছ্বসিত ব্যারেটো। বলেন, "ডার্বির প্রথমার্ধে তিন গোল। ভাবাই যায় না। দারুণ লাগছিল। আরও বেশি গোল হতে পারত। তবে এটাই ফুটবল।" ছেলে জুয়ানকে নিয়ে কলকাতায় ব্যারেটো। শনিবার পর্যন্ত থাকবেন। স্ত্রী ভেরোনিকা, দুই মেয়ে নাতালিয়া, ইসাবেলা এবং ছোট ছেলে ম্যাথিউ ব্রাজিলে। জানুয়ারি থেকে বাবার সঙ্গে মুম্বইয়ে থাকছেন ১৫ বছরের জুয়ান। রিলায়ান্স অ্যাকাডেমিতে ফুটবল প্র্যাকটিসও করছেন। স্বাভাবিক ভাবেই ফুটবলার হতে চান। দুই উইংয়েই সমান পারদর্শী ব্যারেটো পুত্র। আদর্শ ফুটবলার বাবা। ব্যারেটোর মতোই হতে চান তাঁর ছেলে। বাবার খেলার ভিডিও দেখেছেন। মোহনবাগানের গল্প শুনেছেন। ভবিষ্যতে কোনওদিন কলকাতায় খেললে প্রথম পছন্দ বাবার ক্লাবই, জানিয়ে দিলেন জুয়ান। জুনিয়র ব্যারেটোকে কি পাবে বাংলার ফুটবল? 
  • Link to this news (আজকাল)