• দ্বিতীয় তালিকায় ৪৩ আসনে প্রার্থী ঘোষণা কংগ্রেসের
    আজকাল | ১৩ মার্চ ২০২৪
  • আবু হায়াত বিশ্বাস, দিল্লি: লোকসভা নির্বাচনের আগে দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশ করল কংগ্রেস। মঙ্গলবার ৬ রাজ্যের ৪৩ লোকসভা কেন্দ্রের প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। প্রকাশিত তালিকায় অসমের জোরহাট লোকসভা কেন্দ্র থেকে লড়বেন গৌরব গগৈই, মধ্যপ্রদেশের ছিন্দওয়াড়া থেকে লড়বেন প্রাক্তন মুখ্যমন্ত্রী কমলনাথের পুত্র নকুল নাথ এবং রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলটের পুত্র বৈভব গেহলট। তালিকায় ঠাঁই পেয়েছেন সদ্য বিজেপি ছেড়ে কংগ্রেস যোগ দেওয়া রাহুল কাসওয়া। তাঁকে চুরু লোকসভা কেন্দ্রে টিকিট দিয়েছে হাত শিবির। এছাড়াও দলের জাতীয় মুখপাত্র রোহন গুপ্তাকে আমেদাবাদ পূর্ব কেন্দ্রে প্রার্থী করেছে কংগ্রেস। এর আগে কংগ্রেস ৩৯ জন প্রার্থীর নাম ঘোষণা করেছিল। দু’‌দফায় ৮২ টি আসনে দলের প্রার্থী তালিকা প্রকাশ করা হল। এদিন অসম (‌‌১২)‌‌, গুজরাট (‌‌৭)‌‌, মধ্যপ্রদেশ(‌‌১০)‌‌, রাজস্থান (‌‌১০)‌‌, উত্তরাখণ্ড (‌‌৩)‌‌ এবং দমন দিউয়ের ১ টি আসনের প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। দলের সংগঠন মহাসচিব কে সি বেণুগোপাল জানিয়েছেন, ৪৩ জনের তালিকায় ওবিসি প্রার্থী ১৩ জন। এসসি ১০, এসটি ৯ এবং মুসলিম প্রার্থীর সংখ্যা ১।লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা এখনও হয়নি। তবে চলতি সপ্তাহেই ভোট ঘোষণা হওয়ার কথা। তার আগে রাজনৈতিক দলগুলি তাদের প্রার্থী তালিকা প্রকাশ করতে শুরু করেছে। ইতিমধ্যেই বিজেপি ১৯৫ আসনে প্রার্থী ঘোষণা করেছে। কংগ্রেসও ৮২ জনের ঘোষণা করল। কংগ্রেস নেতৃত্ব চাইছিল, দলের শীর্ষ নেতারাও এবার লোকসভায় লড়ুন। কমলনাথ, অশোক গেহলট কিংবা মল্লিকার্জুন খাড়গেরা লড়ছেন না। বরং যুবদের ওপরই বেশি আস্থা রাখছেন তাঁরা। অশোক গেহলট, কমল নাথরা না লড়লেও তাঁদের পুত্ররা ভোটে লড়ছেন। এদিকে, আদিবাসী সমাজকে পাশে পেতে কংগ্রেস ‘‌আদিবাসী সংকল্প’ ঘোষণা করেছে। আদিবাসীদের জল-‌জঙ্গল-‌জীবনের অধিকার রক্ষায় বিশেষ গুরুত্ব দেওয়ার কথা বলছে হাত শিবির। যেখানে আদিবাসী জনজাতির সংখ্যার আধিক্য রয়েছে, সেখানে তফসিলি এলাকা হিসাবে চিহ্নিত করতে কংগ্রেস প্রতিশ্রুতিবদ্ধ বলে দাবি করছে হাত শিবির৷‌ তাদের জন্য ৬ টি সংকল্পের ঘোষণা করেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে।
  • Link to this news (আজকাল)