প্রার্থীতালিকা ঘোষণার পরই অভিমানী সায়ন্তিকা সংবাদমাধ্যমকে জানান, ‘এতদিন ধরে খেটেছি, তিন বছর ধরে নিশ্চয়ই একটা কিছু ভেবে গোল আমরা সেট করে নিই। যেহেতু আমি চান্স পায়নি, অবশ্যই একটু অভিমানী, নিশ্চয়ই খারাপ তো লাগবেই।’ তিনি জানিয়েছেন, বিজেপি থেকে প্রস্তাব পেয়েছেন। কিন্তু উত্তর দেননি এবং দেবেনও না। তবে কেন তাঁকে প্রার্থী করা হল না তা আগে জানালে ভাল হত।