• Digha: দিঘায় জাহাজবাড়িতে অগ্নিকাণ্ড! কর্মীদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ১৩ মার্চ ২০২৪
  • নিউ দিঘার বিখ্যাত জাহাজবাড়িতে ভয়াবহ আগুন! অর্থাৎ দিঘা-শংকরপুর উন্নয়ন পর্ষদের ভবনে মঙ্গলবার রাতে আগুন লাগে। হঠাৎ করেই প্রশাসনিক ভবনের উপরে আগুন লেগে যাওয়ার ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। যদিও কিছুক্ষণের চেষ্টায় জাহাজবাড়ি একদম উপরের অংশে নেমপ্লেটে লেগে যাওয়া আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভবপর হয়।

    রাজ্যের অন্যতম পর্যটনকেন্দ্র দিঘা। সেই দিঘাকে পরিচালনা করার জন্য জাহাজের আদলে প্রশাসনিক ভবন নির্মাণ করা হয়। জাহাজের মতো দেখতে বলেই জাহাজবাড়ি নামেই পরিচয়। প্রশাসনিক দফতরের পাশাপাশি বেশকিছু সংস্থাকে ব্যবসার জন্য স্টল ভাড়ায় দেওয়া হয়েছে। সময়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা সম্ভব হওয়ায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা করা সম্ভব হয়েছে। আগুন ছড়িয়ে পড়লে বিপজ্জনক কিছু ঘটতে পারত।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)