• ‌‌পর্বতারোহীদের জন্য নতুন নির্দেশিকা নেপালের
    আজকাল | ১৩ মার্চ ২০২৪
  • ‌‌আজকাল ওয়েবডেস্ক:‌ এখন থেকে মাউন্ট এভারেস্ট অভিযানের সময় পর্বতারোহীদের বাধ্যতামূলক ট্র্যাকার বহন এবং কুকুরের বর্জ্যের মতো কম্পোস্টেবল ব্যাগ ব্যবহার করে মলমূত্র সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছে নেপাল সরকার। গত বছর ১৮ জন পর্বতারোহী অভিযানে গিয়ে মারা যান। যার মধ্যে পাঁচটি মৃতদেহ উদ্ধার করা যায়নি। তাই কর্তৃপক্ষ সুরক্ষা উন্নত করার পাশাপাশি সর্বোচ্চ চূড়া পরিষ্কার রাখতে আগ্রহী। সেখানে টন টন আবর্জনা ফেলা হয়েছে। জিপিএস ট্র্যাকারগুলি ইতিমধ্যে অনেক পেশাদার পর্বতারোহীদের দ্বারা ব্যবহৃত হয়, যা চূড়ায় তাদের অগ্রগতি পর্যবেক্ষণ করতে সহায়তা করে। আরোহণের পর এটা সুরক্ষা এবং স্পনসর উভয়ের জন্যই গুরুত্বপূর্ণ।
  • Link to this news (আজকাল)