• সোমালিয়ান জলদস্যুদের দখলে বাংলাদেশি জাহাজ : পণবন্দি ২৩ নাবিক...
    আজকাল | ১৩ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: ভারত মহাসাগরে সোমালিয়ান জলদস্যুরা বাংলাদেশি একটি জাহাজকে তাঁদের নিজেদের দখলে নিয়েছে। আফ্রিকার মোজাম্বিক থেকে দুবাই আসছিল পণ্যবাহী জাহাজটি। সংশ্লিষ্ট সূত্রের খবর, জাহাজটির নাম এমভি আবদুল্লাহ। এতে ২৩ জন বাংলাদেশি নাবিক ছিলেন। এর আগে ২০১০ সালেও বাংলাদেশি জাহাজ এমভি জাহান মনি সোমালিয়ান জলদস্যুদের কবলে পড়ে। দীর্ঘ ৩ মাস পর ২৬ নাবিকসহ জাহাজটি মুক্ত হয়। এদিকে ভারত মহাসাগরে গত কয়েক দশকে বেশ বেপরোয়া হয়ে উঠেছে সোমালিয়ান জলদস্যুরা। ফলে পণ্য পরিবহন ব্যবসা সমস্যার মুখে পড়েছে। তবে জলদস্যুদের কাছে বিষয়টি যতটা না ছিনতাই, তার চেয়ে বড় ধরনের ব্যবসা হিসেবে বিষয়টিকে দেখছে তারা। অনেক সময় দস্যুদের কবল থেকে মুক্তি পাওয়া নাবিকেরা এমনটাই জানিয়েছে।
  • Link to this news (আজকাল)