• অরুণাচল নিয়ে চিনের বক্তব্য খারিজ করল ভারত
    আজকাল | ১৩ মার্চ ২০২৪
  • বীরেন ভট্টাচার্য, দিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অরুণাচল প্রদেশ সফর নিয়ে চিনের মন্তব্য খারিজ করে দিল বিদেশমন্ত্রক। আজ সকালে বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ ছিল, আছে এবং থাকবে।বিদেশমন্ত্রকের জারি করা বিবৃতিতে বলা হয়েছে, "প্রধানমন্ত্রীর অরুণাচল সফর নিয়ে চিনের তরফে যে বক্তব্য রাখা হয়েছে, আমরা তা খারিজ করছি। অন্যান্য রাজ্যের মতোই সময়ে সময়ে অরুণাচল প্রদেশে যান ভারতের নেতারা। এই ধরণের সফর বা সেখানকার উন্নয়নমূলক প্রকল্পের বিরোধিতা করার উদ্দেশ্য বোধগম্য নয়। তাছাড়াও, এই বিরোধিতায় সেখানকার অবস্থান বদল হবে না যে, অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ ছিল, আছে এবং থাকবে। বিভিন্ন সময়ে এই অবস্থান স্পষ্ট করে দেওয়ার বিষয়টি চিনের অজানা নয়।" গত ৯ মার্চ অরুণাচল গিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদি। সেখানে দুই লেনের দীর্ঘতম সুড়ঙ্গের উদ্বোধন করেন তিনি। চিনের তরফে বলা হয়, ভারতের তরফে তৈরি করা তথাকথিত অরুণাচল প্রদেশকে স্বীকার করে না এবং কঠোরভাবে তার বিরোধিতা করে।
  • Link to this news (আজকাল)