• ‌বাড়ছে তাপমাত্রা, বুধ থেকে শনি দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা ...
    আজকাল | ১৩ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ আস্তে আস্তে বাড়ছে তাপমাত্রা। বাড়িতে বাড়িতে ফ্যান চলতে শুরু করেছে। এর পাশাপাশি বুধবার থেকে রয়েছে বৃষ্টির সম্ভাবনা। যা চলতে পারে শনিবার অবধি। হাওয়া অফিস জানিয়েছে, বুধবার থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টি হলেও তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি বাড়তে পারে। বুধবার দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলার কয়েকটি এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার কলকাতার পাশাপাশি হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পূর্ব বর্ধমান জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। আবার দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুরে রয়েছে বজ্রবিদ্যুৎ–সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার দক্ষিণ ২৪ পরগনা ও দুই মেদিনীপুরে থাকছে বৃষ্টির পূর্বাভাস। শনিবার দুই মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম, দুই বর্ধমান জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ–সহ হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে চলতি সপ্তাহে উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৫.‌৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৩ ডিগ্রি সেলসিয়াস। 
  • Link to this news (আজকাল)