• জোটের দায় ঝেড়েছেন মমতা! জটিল অঙ্কে আটকে বাম-কংগ্রেস, আলিমুদ্দিনে প্রার্থী ঘোষণার প্রস্তুতি
    ২৪ ঘন্টা | ১৩ মার্চ ২০২৪
  • মৌমিতা চক্রবর্তী: একেই বলে অঙ্ক কি কঠিন! বিধানভবন আর আলিমুদ্দিন দুই শিবিরই এখন ব্যস্ত অঙ্ক মেলাতে। আর সময় নষ্ট করতে রাজি নয় আলিমুদ্দিন। মোটামুটি নিজেদের আসনে প্রার্থীও পাকা করে ফেলেছেন তারা। কিন্তু ফ্রন্টের শরিকদের সঙ্গে জট পেকেছে ৩ টি আসন নিয়ে। সিপিএম, সিপিআই-কে তাদের ৩ টি আসন ঘাটাল, মেদিনীপুর দিতে রাজি হলেও বসিরহাট দিতে রাজি নয়। আলিমুদ্দিন প্রস্তাব দিয়েছে বসিরহাটের পরিবর্তে কাঁথি নিতে।

    বসিরহাট কেন্দ্র থেকে সিপিএম নিরাপদ সর্দারকে প্রাথী করতে ইচ্ছুক। অন্যদিকে কংগ্রেসের কথা ভেবে ফরওয়ার্ড ব্লককে পুরুলিয়া ছাড়তে বলা হয়েছে। ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্টের জন্য জয়নগর ছাড়তে বলা হয়েছে আরএসপিকে। এতো গেল শরিকদের কথা। অন্যদিকে, প্রদেশ কংগ্রেসের সঙ্গে অফিসিয়াল কথা না এগোলেও, প্রদেশ কংগ্রেস চায় ১০ টা আসন। দার্জিলিং, আলিপুরদুয়ার, মালদা, মুর্শিদাবাদ, বহরমপুর, কলকাতার যে কোনও একটি কেন্দ্র। এছাড়াও কলকাতা লাগোয়া দুটি কেন্দ্র।বুধবার সম্পাদক মন্ডলীর বৈঠকে অঙ্ক মেলাতে হবে সিপিএমকেই। তবে এক্ষেত্রে কংগ্রেসের তরফে আরও সময় নিলে তা দেবার ক্ষেত্রে নিমরাজি আলিমুদ্দিন।
  • Link to this news (২৪ ঘন্টা)