Asansol Lok-Sabha Constituency: আসানসোল পুনরুদ্ধারে বিজেপি এবার প্রার্থী করে ভাজপুরী গায়ক-অভিনেতা পবন সিংকে। এরপরই পবনের বিরুদ্ধে ‘বাঙালি বিদ্বেষী’ অভিযোগে সরব হয় তৃণমূল। চরম বিতর্কের মুখে, পবন সিং ব্যক্তিগত কারণে ভোটযুদ্ধ থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করেন। অস্বস্তি বাড়ে গেরুয়া শিবিরের। কিন্তু, আগের অবস্থান থেকে সরে এসেছেন এই ভোজপুরী গায়ক-অভিনেতা। বুধবার পবন ফের ঘোষণা করেছেন তিনি আসানসোল থেকেই পদ্ম প্রতীকে ভোট লড়বেন।
Mamata Banerjee: ‘অভিষেকের ২টো বাচ্চা আছে, খাওয়াবে কী?’, কোন আশঙ্কায় এমন বললেন মমতা?