Swapan Babun Banerjee’s Reaction After Mamata Banerjee’s Tough Decision:
মুখ্যমন্ত্রীর দাবি, ‘ওরা (বিজেপি) পরিবারতন্ত্রের কথা বলে, কিন্তু আমি পরিবারতন্ত্র করি না। যে যেখানে ইচ্ছে ভোটে লড়তে পারে। আমার কিছু যায় আসে না। যাঁর নাম করছেন তাঁর অনেক কাজই আমার পছন্দ নয়, তবে মেনে নিতে হচ্ছিল এতদিন। ও ছোটবেলা ভুলে গিয়েছে। যখন বাবা মারা গিয়েছিলেন তখন ওঁর বয়স মাত্র আড়াই বছর ছিল, দুধ বিক্রি করে মানুষ করেছি। ভোট আসলেই এসব করে। অনেক অশান্তি সহ্য করেছি, আর নয়।’ এসবের নেপথ্যে বিজেপির হাত রয়েছে বলে দাবি মুখ্যমন্ত্রীর।