তৃণমূলকে নিশানা করে চ্যালেঞ্জ ছুঁড়েছেন, দম থাকলে মেদিনীপুর জিতে দেখা। তৃণমূল প্রার্থী জুন মালিয়াকে নিয়ে দিলীপের মন্তব্য, “একজন ভদ্রমহিলা, রাজনীতির কিছু বোঝেন না। তাঁকে আমার সামনে দাঁড় করিয়ে দিয়েছে। তিনি ভাল মানুষ। ভগবান তাঁকে আশীর্বাদ করুন।” তার পরেই মেদিনীপুরে তৃণমূলকে ২ লাখ ভোটে হারানোর চ্যালেঞ্জ ছুঁড়েছেন দিলীপ। অর্থাৎ তিনি আবার মেদিনীপুরে টিকিট পাবেন, সেব্যাপারে তিনি নিশ্চিত বুঝিয়ে দিলেন।