শপথ নেওয়ার একদিন পরে, বুধবার হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়েব সিং সাইনি নেতৃত্বাধীন সরকার রাজ্য বিধানসভায় আস্থা ভোটে জয়ী হয়েছে। বিজেপি ও জননায়ক জনতা পার্টির (জেজেপি) মধ্যে জোট ভেঙে যাওয়ার পর মুখ্যমন্ত্রীর পদ থেকে গতকালই ইস্তফা দেন মনোহর লাল খট্টর। এরপর সন্ধ্যায় মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন ৫৪ বছর বয়সী ওবিসি নেতা নায়েব সিং সাইনি। তিনি বর্তমানে কুরুক্ষেত্রের বিজেপি সাংসদ। এই আসন থেকে ২০১৯ সালের নির্বাচনে জয়ী হয়েছিলেন সাইনি।
হরিয়ানা বিধানসভায় আস্থা ভোট পেশ করার পরে আলোচনার সময় মুখ্যমন্ত্রী নায়েব সিং সাইনি বলেছিলেন যে দলের পক্ষ থেকে আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে আমি তা পালন করছি। বিজেপির কাজ দেখে মানুষ আবার বলছে ২৪-এ ফের ‘মোদী সরকার’। তিনি বলেন, ‘গত সাড়ে নয় বছরে হরিয়ানায় মনোহর লাল সরকার খুব ভালো কাজ করেছে’।