• Jaishankar to China: ‘যত তাড়াতাড়ি সমাধান হয়, ততই ভাল’, সীমান্ত বিরোধ ইস্যুতে চিনকে কী পরামর্শ জয়শঙ্করের?
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ১৩ মার্চ ২০২৪
  • ‘পাকিস্তানের সঙ্গে আলোচনার দরজা বন্ধ নয় কিন্তু…’, জয়শঙ্কর চিনের সঙ্গে সীমান্ত বিরোধের বিষয়েও স্পষ্ট ভাষায় বলেছেন ‘উত্তেজনার’ কারণে দুই দেশের ‘কারুরই বিশেষ কিছু লাভ হয়নি’। ভারত একটি ‘ন্যায্য এবং উপযুক্ত সমাধান’ খুঁজে বের করতে প্রতিশ্রুতিবদ্ধ।

    গণতন্ত্রে বিতর্কের গুরুত্ব প্রসঙ্গে তিনি বলেন “বিতর্ক হওয়া উচিত, এদেশে চারপাশে বিতর্ক আছে, বিতর্ক না হলে এই দেশ এই দেশ হতো না। সুতরাং, আমার কাছে বিতর্ক কোনও সমস্যা নয়। আমার যেটা সমস্যা তা হল আপনি যদি রাজনৈতিক এজেন্ডা নিয়ে কিছু প্রশ্ন করেন”।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)