• Tamali Saha Success Story: মাত্র ২৩-এই বঙ্গতনয়ার গগনচুম্বী সাফল্য, UPSC-তে বজ্রকঠিন লড়াইয়ে লক্ষ্যভেদ, সাফল্যে গর্ব হবে
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ১৩ মার্চ ২০২৪
  • ছোট থেকেই দক্ষ প্রশাসক হওয়ার স্বপ্ন ছিল এই বাঙালি মেয়েটার। আর অদম্য জেদ আর মেধাকে সম্বল করেই মাত্র ২৩ বছর বয়সেই আসে পাহাড় প্রমাণ সাফল্য। প্রথম চেষ্টাতেই UPSC-এর মত কঠিন পরীক্ষায় দুর্দান্ত রেজাল্ট করাটা নেহাত মুখের কথা নয়। আর তা করেই সকলের মন জয় করে নিয়েছেন এই বঙ্গতনয়া।

    রহড়া ভবনাথ অফ ইনস্টিটিউট অফ গার্লসের ছাত্রী তমালী। স্কুল শেষে জুলজি অনার্স নিয়ে বিদ্যাসাগর ডে কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করে বালিগঞ্জ সায়েন্স কলেজে ভর্তিও হন স্নাতকোত্তরের পড়াশোনার জন্য। কিন্তু লক্ষ্য ছিল UPSC তাই কিছুদিন মাস্টার্স করার পর ছেড়ে দেন স্নাতকোত্তরের পাঠ। সামনে ছিল একটাই টার্গেট। আর সেই লক্ষ্যে পড়াশুনা করেই বাজিমাত করেন তিনি। প্রথমবার UPSC পরীক্ষায় অংশ নিয়েই ৯৪ তম স্থান অর্জন করেন তমালী। মাত্র ২৩ বছর বয়সে এই সাফল্যে গর্বিত তার পরিবার।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)