Amit shah On CAA: ‘নাগরিকত্ব কাড়ার নয়, প্রদানের বিধান সিএএ’, কংগ্রেসের বিরুদ্ধে মানুষকে ভুল বোঝানোর অভিযোগ শাহের
ইন্ডিয়ান এক্সপ্রেস | ১৩ মার্চ ২০২৪
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হিন্দু, বৌদ্ধ, শিখ এবং জৈন উদ্বাস্তুদের সিএএ-এর মাধ্যমে নাগরিকত্ব দিয়ে সম্মানিত করেছেন, এমনই মন্তব্য করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মঙ্গলবার বলেছেন, ‘নতুন আইনে নাগরিকত্ব কেড়ে নেওয়ার কোনও বিধান নেই’।
শাহ ৩৭০ ধারা বাতিল, অযোধ্যায় ভগবান রাম মন্দির নির্মাণ, লোকসভা ও রাজ্য বিধানসভায় মহিলাদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষণ, তিন তালাক বাতিলের মত বিষয়কে মোদী সরকারের সাফল্যের খতিয়ান হিসাবে সামনে আনেন। একই সঙ্গে দ্রুত বর্ধনশীল অর্থনীতি হিসাবে ভারতের আবির্ভূত হওয়ার কথা তুলে ধরেন। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হতে চলেছে। শাহ কংগ্রেসকে নিশানা করে বলেন, ‘ইউপিএ সরকার তার ১০ বছরের মেয়াদে ১২ লক্ষ কোটি টাকার দুর্নীতিতে লিপ্ত হয়েছে।