• Kejriwal On CAA: ‘সিএএ নিয়ে মিথ্যা বলা বন্ধ করুন’, কেজরিওয়ালকে ধমক বিজেপির
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ১৩ মার্চ ২০২৪
  • দেশজুড়ে লাগু হয়েছে সিএএ। এবার সিএএ নিয়ে দেশবাসীকে মিথ্যা বলা ও বিভ্রান্ত করার অভিযোগ উঠল দিল্লির মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে। কী বলেছেন তিনি? কেজরির দাবি, সিএএ-এর মাধ্যমে চাকরি পাবেন শরণার্থীরা। স্থায়ি বসতি পাবেন পাকিস্তানিরা।

    কেজরিওয়ালের এই মন্তব্যের পরই বিজেপি নেতা বরিশঙ্কর প্রসাদ বলেছেন, “সিএএ নাগরিকত্ব দেওয়ার জন্য এবং এর ফলে কারুর চাকরি বা নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে না। স্বরাষ্ট্র মন্ত্রকের বিবৃতিটিও স্পষ্ট করে দিয়েছে যে ভারতীয় মুসলমানদের সঙ্গে এর কোনও সম্পর্ক নেই। তাই, সিএএ সম্পর্কে মিথ্যা বলা বন্ধ করুন,”। বিজেপি নেতা মনজিন্দর সিং সিরসা সিএএ নিয়ে কেজরিওয়ালের মন্তব্য প্রসঙ্গে বলেন, এটি তার “ঘৃণ্য মানসিকতার” প্রতিফলন।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)