• Lok Sabha Election 2024: এক ঢিলে বহু পাখি মারার চেষ্টা! মোদীর প্রশংসার পরদিনই পদত্যাগ, ভোটের আগে বিরাট ‘মাস্টারপ্ল্যান’ বিজেপির
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ১৩ মার্চ ২০২৪
  • এক ঢিলে বহু পাখি মেরেছে বিজেপি, মনোহর লাল খট্টরের পদত্যাগ লোকসভা নির্বাচনের আগেই পদ্মশিবিরের নিখুঁত গেমপ্ল্যান? অন্তত এমনটাই মনে করছেন ওয়ালিবহলমহল।

    চলতি বছর হরিয়ানায় বিধানসভা নির্বাচনও হওয়ার কথা। লোকসভা নির্বাচনের পর অক্টোবর-নভেম্বরে রাজ্যে বিধানসভা নির্বাচন। বিজেপি লোকসভা নির্বাচনের পাশাপাশি বিধানসভা নির্বাচনকে সামনে রেখেও কৌশল বদল করছে। ৯০ আসন বিশিষ্ট বিধানসভায় ম্যাজিক ফিগার ৪৬। গত নির্বাচনে কোনো দলই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। বিজেপি ৪১ টি আসন নিয়ে বৃহত্তম দল হিসাবে আবির্ভুত হয়। এরপর দুষ্যন্ত চৌতালার জননায়ক জনতা পার্টির (জেজেপি) সমর্থনে সরকার গঠিত হয়। এই জোট ভাঙার পর নায়েব সাইনিকে মুখ্যমন্ত্রী করেছে বিজেপি। এই পদক্ষেপের মাধ্যমে রাজ্যে পাঞ্জাবি ও জাঠ ভোটব্যাঙ্ককে সরাসরি কাছে টানতে চায় বিজেপি।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)