Bengaluru Rameshwaram cafe blast: ১২ দিনের লুকোচুরির শেষ, NIA-এর জালে ধরা পড়ল ক্যাফে বিস্ফোরণের মূল চক্রী
ইন্ডিয়ান এক্সপ্রেস | ১৩ মার্চ ২০২৪
১২ দিনের লুকোচুরির শেষ। NIA-এর জালে ধরা পড়ল ক্যাফে বিস্ফোরণে মাস্টার মাইন্ড। বেঙ্গালুরুতে ১ মার্চ রামেশ্বরম ক্যাফেতে বিস্ফোরণে ঘটনায় বড় সড় সাফল্য পেয়েছে NIA
সিসিটিভি ফুটেজ স্ক্যান করার পরে, এনআইএ অভিযুক্তদের ধরতে তাদের ছবি প্রকাশ করে। সেই সঙ্গে ১০ লাখ টাকা পুরস্কারও ঘোষণা করে তদন্তকারী সংস্থা। তদন্তে জানা গিয়েছে রামেশ্বরম ক্যাফেতে বিস্ফোরক বোঝাই ব্যাগ রাখার পর অভিযুক্ত একটি মসজিদে গিয়ে পোশাকও বদল করে। তদন্তকারী সংস্থা সন্দেহভাজন ব্যক্তির টুপিও খুঁজে পেয়েছে। পরে বাসে তার ভ্রমণের ফুটেজও সামনে আসে।