নির্বাচনী বন্ড সম্পর্কিত কী তথ্য ইসির কাছে হস্তান্তর করা হয়েছিল, এসবিআই নিজেই সুপ্রিম কোর্টে একটি হলফনামা দাখিল করে বলেছে।
SBI-এর মতে, “২২,২১৭ বন্ড ১ এপ্রিল, ২০১৯ থেকে ১৫ ফেব্রুয়ারি, ২০২৪ এর মধ্যে কেনা হয়েছিল৷ এর মধ্যে ২২,০৩০ নির্বাচনী বণ্ডের অনুদান রাজনৈতিক দলের তরফে নগদ করা হয়েছিল৷ যে বন্ডগুলি কেউ নগদ করেনি সেগুলির অর্থ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে প্রদান করা হয়েছে। এসবিআই একটি পেনড্রাইভের মাধ্যমে পাসওয়ার্ড সুরক্ষিত পিডিএফ ফাইল আকারে বন্ড সংক্রান্ত বিশদ তথ্য কমিশনের কাছে হস্তান্তর করেছে”।