• করোনায় বিশ্বজুড়ে মানুষের আয়ু ১.৬ বছর কমেছে, ‌‌বলছে গবেষণা
    আজকাল | ১৩ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ কোভিডের পর প্রথম দু’‌বছরে বিশ্বজুড়ে মানুষের গড় আয়ু ১.৬ বছর কমেছে। আমেরিকার ইন্সটিটিউট ফর হেলথ ম্যাট্রিক্স অ্যান্ড ইভালুয়েশন (আইএইচএমই) এর গবেষকরা এমনটাই জানাচ্ছেন। আইএইচএমই গবেষক এবং দ্য ল্যানসেট জার্নালে প্রকাশিত গবেষণার প্রধান লেখক অস্টিন শুমাখার বলেছেন, ২০২০–২০২১ সময়ের মধ্যে ২০৪ টি দেশ ও অঞ্চলের ৮৪ শতাংশ মানুষের আয়ু ১.‌৬ বছর হ্রাস পেয়েছে। এই সময়ে ১৫ বছরের বেশি পুরুষদের মধ্যে ২২ শতাংশ ও মহিলাদের ক্ষেত্রে ১৭ শতাংশ বেড়েছে। গবেষণা বলছে, মেক্সিকো সিটি, পেরু এবং বলিভিয়ায় আয়ু সবচেয়ে বেশি কমেছে। যদিও ২০১৯ সালের তুলনায় ২০২১ সালে পাঁচ বছরের কম বয়সী শিশুদের মৃত্যুহার কমেছে বলে দাবি গবেষণায়। এদিকে, গবেষকরা আরও বলেছেন, ১৯৫০ থেকে ২০২১ সালের মধ্যে গড় আয়ু ২৩ বছর বেড়ে ৪৯ থেকে ৭২ বছর হয়েছে। তবে করোনার পর তা কিছুটা কমে যায়। এদিকে, বার্বাডোস, নিউজিল্যান্ড, অ্যান্টিগুয়া এবং বারবুডায় মহামারীতে মৃত্যুহার সবচেয়ে কম বলে জানা গেছে। 
  • Link to this news (আজকাল)