• কোহলি, রোহিত, বুমরারা আইপিএল থেকে ১০০ কোটি পাবে, কে করলেন এমন দাবি' ...
    আজকাল | ১৩ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: আর আট দিন পরই আইপিএলের ঢাকে কাঠি পড়ে যাবে। দলগুলোর প্রস্তুতি তুঙ্গে। কয়েকটা ফ্র্যাঞ্চাইজির দলে খুব বদল না হলেও কয়েকটা দল বিরাট অঙ্ক দিয়ে তারকা ক্রিকেটারদের নিয়েছে। ২০ কোটিরও বেশি টাকা দিয়ে মিচেল স্টার্ক এবং প্যাট কামিন্সকে কিনেছে কলকাতা নাইট রাইডার্স এবং সানরাইজার্স হায়দরাবাদ। আইপিএলের ইতিহাসে এই প্রথম একজন প্লেয়ারের পেছনে ২০ কোটির বেশি টাকা খরচ করেছে ফ্র্যাঞ্চাইজিগুলো। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার রবিন উথাপ্পা মনে করেন, স্যালারি ক্যাপ না থাকলে দশজন ভারতীয় ক্রিকেটার আইপিএলে ১০০ কোটি পেতে পারত। বর্তমানে ফ্র্যাঞ্চাইজিদের পার্সের সর্বোচ্চ মূল্য ১০০ কোটি। রবিন উথাপ্পা বলেন, "যদি ওপেন নিলাম হতো, এবং ফ্র্যাঞ্চাইজিগুলোর পার্সে কোনও টাকার ক্যাপ না থাকত তাহলে অনেক কিছু হতে পারত। বা ধরা যায় যদি পার্সে ১০০০ কোটি বা ৫০০ কোটি থাকত তাহলে ১০ জন ভারতীয় ক্রিকেটার আছে যারা ১০০ কোটির বেশি পেতে পারত। এই তালিকায় শুরুতেই রয়েছেন যশপ্রীত বুমরা। দ্বিতীয় এবং তৃতীয় স্থানে যথাক্রমে বিরাট কোহলি এবং রোহিত শর্মা। হার্দিক পাণ্ডিয়াও আছে। রবীন্দ্র জাদেজা, কেএল রাহুল, ঋতুরাজ গায়কোয়াড়ের দরও ৮০ থেকে ১০০ কোটির মধ্যে থাকত। শুভমন গিল এবং যশস্বী জয়েসওয়ালও ১০০ কোটির বেশি পেত।" আইপিএলে কলকাতা নাইট রাইডার্স, চেন্নাই সুপার কিংস, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং রাজস্থান রয়্যালসের হয়ে খেলেন উথাপ্পা। ২০০৭ সালের টি-২০ বিশ্বকাপ জয়ী দলের সদস্যও ছিলেন তিনি। 
  • Link to this news (আজকাল)