• ‌ মহারাষ্ট্রে মহাজুটি জোটের আসনরফা চূড়ান্ত
    আজকাল | ১৩ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ মহারাষ্ট্রে আসনরফা করে ফেলল এনডিএ। মঙ্গলবার বৈঠকের পর মহাজুটি জোটের আসন সমঝোতা চূড়ান্ত হয়েছে বলে সূত্রের খবর। বিজেপি, শিবসেনার শিণ্ডে শিবির ও এনসিপির অজিত পাওয়ার শিবিরের মধ্যে বিজেপি লড়বে ৩১টি আসনে। শিণ্ডেরা লড়বেন ১৩ আসনে। অজিত পাওয়ারের দল লড়বে ৪ আসনে। যার মধ্যে রয়েছে বারামাটি, রায়গড়, শিরূর ও পার্বণী কেন্দ্র। প্রসঙ্গত, বারামাটি বরাবরই পাওয়ারদের শক্ত ঘাঁটি। এখানে লড়াই হতে পারে ননদ–বউদির। অজিত পাওয়ারের স্ত্রী সুনেত্রার বিরুদ্ধ লড়তে পারেন শরদ পাওয়ারের মেয়ে সুপ্রিয়া সুলে। প্রসঙ্গত, মহারাষ্ট্রের ৪৮ আসনের কেকতগুলি আসনে লড়বেন তা নিয়ে মতবিরোধ চলছিল। জট কাটে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে বৈঠকের পর। দু’‌দফায় বৈঠক করেন অজিত পাওয়ার ও একনাথ শিণ্ডের সঙ্গে। তার পরেই আসনরফা সম্পন্ন হয় বলে জানা গেছে। 
  • Link to this news (আজকাল)