• ভবানীপুরের ব্যবসায়ীকে অপহরণ করে খুনের অভিযোগ, গ্রেপ্তার দুই ...
    আজকাল | ১৩ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ ভবানীপুরের ব্যবসায়ীকে অপহরণ করে খুনের অভিযোগ। মৃতদেহ উদ্ধার হল নিমতা এলাকা থেকে। অপহৃত ব্যবসায়ী ভবো লখানির স্ত্রী থানায় নিখোঁজ ডায়রি করেন। এরপর তদন্ত শুরু করে বালিগঞ্জ থানার পুলিশ। বুধবার সকালে ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার হয় নিমতা এলাকায় একটি বাড়ির জলের ট্যাঙ্কের পাশে বস্তাবন্দি অবস্থায়। তদন্তকারীদের সূত্রের খবর, খুনের পর পুঁতে দেওয়া হয়েছিল দেহ। এমনকী তার উপর তুলে দেওয়া হয়েছিল পাঁচিল। পুলিশ সূত্রে জানা গেছে, যে বাড়ি থেকে দেহ উদ্ধার হয়েছে, সে মৃত ব্যবসায়ীর বিজনেস পার্টনার ছিল। পুলিশের অনুমান, ব্যবসায়িক শত্রুতার জেরে এই খুন। ব্যবসায়ীকে নিমতায় ডেকে এনে মাথায় উইকেট দিয়ে বাড়ি মেরে খুন করা হয়। পরে জলের ট্যাঙ্কের নীচে দেহ ঢুকিয়ে রাখা হয়। ঘটনায় যুক্ত থাকার অভিযোগে নিমতার বাসিন্দা অনির্বাণ গুপ্ত ও উত্তর কলকাতার বাসিন্দা সুমন দাস নামে দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তদন্তে নেমে পুলিশ নিমতার রবীন্দ্রপল্লিতে ভাবিয়ার ব্যবসায়িক সঙ্গীর বাড়ি থেকে দেহ উদ্ধার করেছে। পুলিশ সূত্রে খবর, জেরায় খুনের করা স্বীকার করেছে এক অভিযুক্ত। জানা গেছে, ব্যবসার ২১ লক্ষ টাকা নিয়ে বিবাদ চলছিল দুই ব্যবসায়ীর মধ্যে। টাকা দেওয়ার নাম করে লখানিকে সোমবার ডেকে নিয়ে যাওয়া হয় নিমতায়। দুপুরের পর ওই ব্যবসায়ীর সঙ্গে আর কোনও যোগাযোগ করতে পারেনি পরিবার। তারপরেই ওষুধ ব্যবসায়ীকে খুন করা হয় বলে অভিযোগ। 
  • Link to this news (আজকাল)